নেদারল্যান্ডস সফরের বিষয়ে গণভবনে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ হিসেবে থাকতে চায়; কিন্তু একটি মহল দেশকে অস্থিতিশীল করার জন্য গুপ্তহত্যায় মেতেছে।
দেশের সংকট নিরসনে বিএনপি চেয়ারপারসন যে জাতীয় সংলাপের ডাক দিয়েছেন, সে বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, খালেদা জিয়া যুদ্ধাপরাধীদের বিচার চাইলে, তার সঙ্গে সংলাপ হতে পারে।
নেদারল্যান্ডস সফরের বিভিন্ন বিষয় তুলে ধরতেই, গণভবনে প্রধানমন্ত্রীর এ সংবাদ সম্মেলন।
শুরুতেই প্রধানমন্ত্রী জানান, এ সফরে জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলা ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশ-ডেল্টা প্ল্যান বাস্তবায়নে, নেদারল্যান্ডসের কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়া গেছে। এতে দুই ব-দ্বীপ অঞ্চলের মধ্যকার দ্বি-পাক্ষিক সম্পর্ক আরো মজবুত হয়েছে।
শেখ হাসিনা বলেন, গুপ্তহত্যাসহ নাশকতায় কারা সম্পৃক্ত তা জনগণে কাছে পরিষ্কার। যারা দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে চায়, তারাই পরিকল্পিতভাবে একের পর এক বিদেশি হত্যা করে দেশকে অস্থিতিশীল করছে।
জঙ্গী অর্থায়নের উৎস বন্ধে বর্তমান সরকারের প্রচেষ্টা অব্যহত আছে বলেও জানান প্রধানমন্ত্রী। এ সময় বিএনপি নেত্রীর জাতীয় সংলাপের প্রস্তাব উড়িয়ে দেন শেখ হাসিনা।
শেখ হাসিনা বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে বদ্ধপরিকর তার সরকার। তবে, কারো ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কাজ থেকে বিরত থাকতে সবার প্রতি আহ্বানও তার।
ভবিষ্যতে বিএনপি-জামাতের কাউকে আওয়ামী লীগের রাজনীতিতে সম্পৃক্ত না করতে দলীয় নেতাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যে কোন মূল্যে যুদ্ধাপরাধীদের বিচার কার্যকর করা হবে বলেও জানান তিনি।
(1)