রূপসা প্রতিনিধিঃ খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম তাদের নিজস্ব অর্থায়নে ৩ টি উপজেলার বিভিন্ন সংগঠন, গরীব ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ অব্যহত রেখেছেন।
তারই ধারাবাহিকতায় রূপসা উপজেলার আইচগাতি ইউনিয়নের সিংহের চর ঘাট এলাকায় নৌকা মাঝিদের মাঝে ৯জানুয়ারী বিকালে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত থেকে কম্বল বিতরণ করেন জেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম আহবায়ক মোঃ মোতালেব হোসেন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক রাজিব দাস, ছাত্রলীগের রিয়াজসহ অনেকেই।
অপরদিকে সালাম মূশের্দী সেবা সংঘের আয়োজনে উপজেলা মহিলা আওয়ামীলীগের পক্ষ থেকে নৈহাটি ইউনিয়নে শীতার্থদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্রীড়াবিদ মিঃবাংলাদেশ আজাদ আবুল কালাম, জেলা আওয়ামীলীগের সদস্য ও অধ্যক্ষ ফ ম আঃ সালাম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, ভাইস চেয়ারম্যান ফারহানা অাফরোজ মনা, এমপির কো-অডিনেটর নোমান ওসমানী রিচি, ইউপি চেয়ারম্যান কামাল হোসেন বুলবুল, আওয়ামীলীগের দপ্তর সম্পাদক আকতার ফারুক, রিনা পারভিন, সালাম মূশের্দী সেবা সংঘের টিম লিডার শামসুল আলম বাবু, মমতা হেনা জোসনা, আব্দুল হামিদ খান ভাসানী, এসময় অসহায় পরিবার গুলো কম্বল পেয়ে তারা এমপি আব্দুস সালাম মূশের্দী ও সারমিন সালাম কে অভিনন্দন জানান।
(9)