পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ আগামী ১৭ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে খুলনা জেলা পরিষদ নির্বাচন। নির্বাচনে ৩নং ওয়ার্ডে সাধারণ সদস্য পদে বৈদ্যুতিক পাখা প্রতীকে নির্বাচন করছেন পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পারবয়ারঝাপা গ্রামের মৃত আব্দুল হামিদ গাজীর ছেলে মোঃ রবিউল ইসলাম রবি গাজী।
এ ওয়ার্ডে মোট ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন। রবি গাজী পেশায় একজন ব্যবসায়ী হলেও এলাকার শিক্ষা ও সামাজিক কর্মকান্ডে তার যথেষ্ট ভূমিকা রয়েছে। রবি গাজীর ভাই আব্দুল মান্নান গাজী জেলা পরিষদের সদস্য ছিলেন। তিনি সদস্য পদ থেকে অব্যাহতি নিয়ে সোলাদানা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বীতা করে নির্বাচিত হয়েছেন। রবি গাজী এলাকার চারবান্ধা মাধ্যমিক বিদ্যালয়ের বর্তমান সভাপতি এবং আওয়ামী লীগের একজন সক্রিয় সদস্য।
উপজেলার ১০টি ইউনিয়ন, ১টি পৌরসভা ও উপজেলা পরিষদ নিয়ে জেলা পরিষদের ৩নং সাধারণ ওয়ার্ড গঠিত। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১৪৬ জন। প্রতীক বরাদ্দের পর থেকে রবি গাজী উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানে গিয়ে জনপ্রতিনিধিদের নিকট বৈদ্যুতিক পাখা প্রতীকে ভোট প্রার্থনা করছেন। নির্বাচিত হলে তিনি উপজেলা পরিষদ, পৌরসভা এবং সকল ইউনিয়ন পরিষদের সকলের সাথে সমন্বয় করে এলাকার উন্নয়ন এবং এলাকার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন প্রার্থী রবিউল গাজী।
(30)