অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় খুলনা জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, প্রতিটি শিশুকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। এ জন্য মায়েদের বেশি দায়িত্বশীল হতে হবে। তিনি বলেন, নারীরা আজ কোন ক্ষেত্রে পিছিয়ে নেই। সরকারের বলিষ্ঠ পদক্ষেপ ও নেতৃত্বে নারী উন্নয়ন আজ দৃশ্যমান। সকল ক্ষেত্রে নারীর সফল অংশগ্রহণের মাধ্যমে দেশ ক্রমান্বয় উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্রধানমন্ত্রী, স্পিকার এবং বিরোধী দলের নেতা একজন নারী। সরকার নারীদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচী বা¯তবায়ন করায় নারীর ক্ষমতায়ণে শক্ত ভিত্তি প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষ নির্বিশেষে সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে।
সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাহিদা বেগম এতে সভাপতিত্ব করেন। অন্যান্যর মধ্যে বক্তৃতা করেন আরপিও এর নির্বাহী পরিচালক জয়নাল আবেদীন বাবলু এবং আঞ্জুমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ আলী। স্বাগত বক্তৃতা করেন জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নার্গিস ফাতেমা জামিন।
অনুষ্ঠানে ১,২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১৪,১৫, ১৬,১৭ ও ১৮ নম্বর ওয়ার্ডের প্রায় ৪শ ৬১ জন মা ও শিশুকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করা হয়। পরে প্রধান অতিথি মা ও শিশুদের মাঝে স্বাস্থ্য উপকরণ বিতরণ করেন। কর্মজীবী ল্যাকটেটিং মাদার সহায়তা তহবিল কর্মসূচির আওতায় ২০১৪-১৫ ও ২০১৫-১৬ অর্থ বছর অর্থাৎ ২ বছর মেয়াদে খুলনা সিটি কর্পোরেশন এলাকায় ২ হাজার ৬শ ৮৬ জন উপকারভোগী মহিলাদের মাঝে ৫শ টাকা হারে মোট ৩ কোটি ২২ লাখ ৩২ হাজার টাকা বিতরণ করা হয়।
(4)