খানজাহান আলী থানা প্রতিনিধিঃ সড়কের শৃংখলা ও ঈদ যাত্রাকে নিরাপদ করতে ঈদকে সামনে রেখে খুলনা বিআরটিএ সড়কে ফিডনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে ভ্রম্যমান আদালতের অভিযান শুরু করেছে। গতকাল সোমবার খুলনা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও খুলনা বিআরটিএ’র সমন্বয়ে মোবইল কোর্ড পরিচালিত হয়েছে। ফিডনেসবিহীন অবৈধ গাড়ীর বিরুদ্ধে এ মোবাইল কোড পরিচালিত হয়। অভিযানে মটরযান আইনে ৬টি গাড়ীর বিরুদ্ধে ৬টি মামলা মামলার অনুকুলে দশ হাজার টাকা জরিমানা করা হয়।
সংশ্লিষ্ট সুত্রে জানাগেছে, খুলনা বিআরটিএ ঈদ পুর্ববর্তি নিয়মিত অভিযানের অংশ হিসাবে সড়কে অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ীর বিরুদ্ধে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুপায়ন দেবের নেতৃত্বে খুলনার হরিণটানা থানা পুলিশের সহযোগীতায় গতকাল রবিবার বেলা পৌনে ৩টায় খুলনার হোগলা ডাঙ্গা নামকস্থানে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন।
সড়ক পরিবহন আইন ২০১৮ এর বিভিন্ন ধারায় বাস, মিনিবাস, ট্রাক, মোটরসাইকেলের বিরুদ্ধে বিআরটিএ’র এ ভ্রাম্যমান অভিযান দুটি বাস, একটি ট্রাক, তিনটি মোটরসাইকেলের বিরুদ্ধে ৬টি মামলার অনুকুলে দশ হাজার টাকা জরিমানা করেন। এ সময় খুলনা বিআরটিএ’র ইন্সপেক্টও আবুল কালাম আজাদ, সহকারী ইন্সপেক্টও এনামুল হকসহ হরিণটানা থানার পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে বিআরটিএ খুলনা সার্কেল কার্যালয়ের সহকারী পরিচালক (ইঞ্জি.) প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, ঈদকে সামনে রেখে সড়কে শৃংখলা ফিরাতে এবং নিরাপদ ঈদ যাত্রা নিশ্চিত করতে খুলনা জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও খুলনা বিআরটিএ’র সমন্বয়ে মোবইল কোর্ড পরিচালিত হয়েছে। রবিবার ফিডনেসবিহীন ও অবৈধ গাড়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করে ৬টি মামলার অনুকুলে ১০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। তিনি জানান, ঈদকে সামনে রেখে এ অভিযান অব্যাহত থাকনে।
(0)