পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা উপজেলা ছাত্রলীগনেতা আতাউল্লাহ রহমান মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে খুলনা পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তার উন্নত চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতার প্রয়োজন বলে জানিয়েছেন তার দরিদ্র পরিবার।
আতাউল্লাহ পৌরসভার ৫নং ওয়ার্ড সরল গ্রামের আজিবার রহমান মোড়লের ছেলে। সে পাইকগাছা সরকারি কলেজের এইচএসসি ২য় বর্ষের ছাত্র। গত ১১ মার্চ পরিবহন যোগে ঢাকায় যাওয়ার পথে যশোরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় আতাউল্লাহ গুরুতর আহত হয়। প্রথম তাকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরবর্তীতে খুলনা পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সে পঙ্গু হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছে।
তার উন্নত চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন যা তার দরিদ্র পরিবারের পক্ষে যোগাড় করা সম্ভব নয় বলে সমাজের স্ব-হৃদয়বান ব্যক্তিদের নিকট সহযোগিতার আহ্বান জানিয়েছেন দরিদ্র পিতা ও পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিবার রহমান। যোগাযোগ ০১৯১৩-০২৬৯৩২।
(2)