‘সত্যের দিশারী আল-কুরআন মানুষকে সঠিক পথের সন্ধান দেয়। পবিত্র কুরআন নির্দেশিত পথ অনুসরণের মাধ্যমেই কেবল পারিবারিক ও সামাজিক অবক্ষয় ঠেকানো সম্ভব। এছাড়া ইহকাল ও পরকালের শান্তির জন্য সকলের আল-কুরআন নির্দেশিত পথ অনুসরণ করা উচিত’ শনিবার সকালে খুলনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ফেসবুক কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় সিটি মেয়র তালুকদার আব্দুল খালেন এ কথা বলেন।
‘সোস্যাল মিডিয়া দাওয়াতুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ’ ৬ষ্ঠ বারের মত এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে সিটি মেয়র আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০০৯ সালে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রচেষ্টা শুরু করেন। প্রধানমন্ত্রীর সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়-এর সহযোগিতায় আজ সে প্রচেষ্টা বাস্তব রূপ লাভ করেছে। তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসারে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলি সকল শ্রেণি পেশার মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। কল্যাণমুখী এ আয়োজনের জন্য তিনি আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, পবিত্র কুরআন ভিত্তিক এ অনুষ্ঠান শিক্ষার্থীদের কুরআন শিক্ষায় যেমন অনুপ্রাণিত করবে তেমনি তথ্য প্রযুক্তি অপব্যবহার রোধেও ভূমিকা রাখবে।
খুলনা আলিয়া মাদরাসার মুহাদ্দিস আল্লামা মোনাওয়ার হোসাইন আল-মাদানী’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. মো: সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন দৈনিক পূর্বাঞ্চল পত্রিকার নির্বাহী সম্পাদক ও খুলনা প্রেস ক্লবের সাবেক সভাপতি আহমদ আলী খান, খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা মো: গোলাম কিবরিয়া, সম্মিলিত ওলামায়ে কেরাম-খুলনার আহবায়ক মাওলানা ইব্রাহীম ফয়জুল্লাহ ও দারুল কুরআন সিদ্দিকিয়া কামিল মাদরাসার প্রধান মুহাদ্দিস মাওলানা মুফতি মোঃ আনোয়ার হোসাইন। শুভেচ্ছা বক্তৃতা করেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ডা. হাফেজ মাওলানা সাইফুল্লাহ মানসুর এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন মহাসচিব ক্বারী মাওলানা মাহদী হাসান কাওসারী।
ফাউন্ডেশনের চেয়ারম্যন ডাঃ হাফেজ মাওলানা মোঃ সাইফুল্লাহ মানসুর ও মহাসচিব মাওলানা ক্বারী মাহদি হাসান কাওসারী খুলনা সিটি কর্পোরেশনের মেয়র মহোদয়সহ সকল অতিথিদের কুরআনের তাফসীর ও বিভিন্ন উপহার দিয়ে বরণ করেন। অতিথিবুন্দ বিজয়ীদের হাতে নগদ অর্থ, ক্রেস্ট, সনদ ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। যাদের হাতে পুরষ্কার তুলে দেওয়া হয় প্রথম স্থান মাওলানা মোঃ ইউসুফ আজম (সৌদী প্রবাসী) , দ্বিতীয় নিঝুম দিশা (ঢাকা), তৃতীয় একে এম সাইফুদ্দিন মামুন (ঢাকা), চতুর্থ স্থান ডাক্তার কামরুন নাহার রুনা (ঢাকা) ৫ম স্থান মুনতাজার আহমেদ বিন মাহদী (নোয়াখালি), ৬ষ্ঠ স্থান জেসমিন নাহার জেবু, ৭ম স্থান শারাবান ত্বহুরা, ৮ম কাওসার আলী, ৯ম মোঃ আরমান শিকদার (টাঙ্গাইল), ১০ম এইচ এম আবু হুরাইরা (যশোর), নাজমা রহমান, দ্বীন মোহাম্মদ আইমান (চট্রগ্রাম), তৌফিকুর রহমান সাইপ্রাস প্রবাসী, আয়েশা খাতুন ঢাকা, সুমাইয়া বিনতে আফজাল বাগেরহাট, জান্নাতি বিনতে আব্দুল হায় বরিশাল, মোমেনা ইসলাম মায়া (ঢাকা), এম এম সাইদ আব্দুল্লাহ ইসলামী বিশ^বিদ্যালয়, সনিয়া ইসলাম যশোর, তায়্যেবাহ আক্তার বরিশাল, মুসাদ্দেক বিল্লাহ নাইম খুলনা, মারজানা খতুন (ঝিনাইদাহ), এনামুল হক পিরোজপুর, শেখ সোয়েব আক্তার, জামিয়াতুল ইসলাম হালিমা ময়মনসিংহ, রাহিমা খাতুন খুলনা, আব্দুল্লাহ খানঁ, খাদিজা ইয়াসমিন, মোশরেফা খাতুন কলকাতা, তহিদুল ইসলাম ঢাকা, আম্মার ইবনে হোসাইন (যশোর) প্রমুখ।
উল্লেখ্য, নৈতিক চরিত্র সম্পন্ন দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে সংগঠনটি ২০১৭ সাল থেকে কুরআন শিক্ষার ব্যতিক্রমধর্মী এ আয়োজনের সূচনা করে। নিজস্ব ফেসবুক পেজের মাধ্যমে দেশ-বিদেশের ২৯৪ জন প্রতিযোগী রেজিষ্ট্রেশনের মধ্যমে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এবং ৩০ জন বিজয়ী হয়।
(6)