বিদ্যালয় ব্যাবস্থাপনা কমিটি’র সভাপতি সেকেন্দার জাকিরুল্লাহ’র এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন থানা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: আলমগীর হোসেন, মুখ্য আলোচক হিসেবে বক্তব্য উপস্থাপণ করেন সনাক খুলনা’র সভাপতি (ভারপ্রাপ্ত) রোজী রহমান, ২৯ ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দীন বনি, পিটিএ সভাপতি শাহিনুর আফরোজ, স্বজন সদস্য শাহিদা আক্তার পুতুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রশান্ত রায়।
আলোচকগণ বলেন অচিরেই বিদ্যালয়ের সমস্যগুলো সমাধানের লক্ষ্যে কাজ হবে। তবে বিদ্যালয়ের মানোন্নয়নে সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে বলে বক্তরা উল্লেখ করেন।
জনাব আলগীর হোসেন বলেন বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা সমাধানের জন্য ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আশা করি খুব শিঘ্রই নাহলেও বিদ্যালয়ের বিভিন্ন বিষয় ধিরে ধিরে উন্নতি লাভ করবে। রোজী রহমান বলেন, বিদ্যালয়ের সাথে সংশ্লিষ্ট সকলকে একসাথে কাজ করতে হবে। শিক্ষার মান উন্নয়নে সব চাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে মায়েরা। সুতরাং বাচ্চাদের বিদ্যালয় মুখি করতে মায়েদের উদ্যোগ গ্রহণ করতে হবে।
সমাবেশে প্রায় ৭০ জন মা অভিভাবক উপস্থিত ছিল। এছাড়া সনাক, ইয়েস ও ইয়েস বন্ধু গ্রুপের সদস্যবৃন্দ সমাবেশ আয়োজনে সহযোগিতা করে। উল্লেখিত আলোচনা শেষে বিদ্যালয়ে আয়োজিত চিত্রাঙ্কণ প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের সভাপতি বলেন, আমরা আশা করি বিদ্যালয়ের বিভিন্ন সমস্যা দুরীকরণের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে আমরা সম্মিলিতভাবে কাজ করতে পারব।
//খবর বিঞ্জপ্তি
(1)