ভারপ্রাপ্ত মেয়র শনিবার বেলা ১১টায় নগরীর খলিশপুরস্থ আলমনগর চিলড্রেন একাডেমীর ক্লাস পার্টি ২০১৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। তিনি কেক কেটে ক্লাস পার্টির উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তৃতায় ভারপ্রাপ্ত মেয়র আরো বলেন, খুলনা মহানগরীকে পরিচ্ছন্ন ও সুন্দর নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করছি। এ সকল কাজে তিনি নগরবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন।
একাডেমীর পরিচালক মোঃ ইউনুস আলী তপন-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র কাউন্সিলর এস এম খুরশিদ আহম্মেদ টোনা, মোঃ মনিরুজ্জামান ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার। স্বাগত বক্তৃতা করেন স্কুলের প্রধান শিক্ষক দিলরুবা খানম। অন্যান্যের মধ্যে সাংবাদিক এস এম নূর হাসান, একাডেমীর ব্যবস্থাপনা কমিটির সভাপতি আর জি উজ্জ্বল প্রমুখ বক্তৃতা করেন।
এদিকে মোঃ আনিছুর রহমান বিশ্বাষ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব গ্রহণ করায় ছোট বয়রা এলাকাবাসীর পক্ষ থেকে তাকে সংবর্ধনা জানানো হয়। সন্ধ্যা ৭টায় নগরীর ছোট বয়রাস্থ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সভাকক্ষে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংবর্ধনার জবাবে ভারপ্রাপ্ত মেয়র বলেন, সকল ওয়ার্ডে সুষম বন্টনের মাধ্যমে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে। তিনি নিজেকে খুলনার সন্তান হিসেবে উল্লেখ করে এলাকাবাসীর উত্থাপিত দাবী-দাওয়া পর্যায়ক্রমে বাস্তবায়নের আশ্বাস দেন এবং কেসিসি’র সকল কাজে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সমাজসেবক মোঃ ওয়াজিউর রহমান আবুল-এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন অধ্যাপক শেখ আবু সেলিম। অন্যান্যের মধ্যে স্থানীয় সমাজসেবক মোঃ মাহবুবুর রহমান, হুমায়ুন কবীর হিমু, হাবিবুর রহমান হাবিব, রেজাউল করিব রেজা, হাফিজুর রহমান প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠান পরিচালনা করেন ফিরোজ কবির তরু।
এর আগে সকাল ৯টায় ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ নগরীর ফুলবাড়ীগেটস্থ বাজার সহ ২, ৩ ও ৫ নং ওয়ার্ডের বিভিন্ন রাস্তা, ড্রেন ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন। এ সময় কেসিসি’র কাউন্সিলর মোঃ সাইফুল ইসলাম, মোঃ আব্দুস সালাম, এস এম হুমায়ুন কবীর, ফুলবাড়ী গেট বাজার কমিটির সভাপতি বেগ লিয়াকত আলী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
(1)