যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের মতে আটক দুই ব্যক্তি ফিলিস্তিনী, যারা ইরাক থেকে আমেরিকায় আসেন এবং বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন। কর্মকর্তারা জানিয়েছেন যে ঐ দু’জন পরস্পরের সংগে যোগাযোগ করে থাকতে পারে তবে আমেরিকার ভেতরে হামলা চালানোর কোন পরিকল্পনার খবর পাওয়া যায়নি।
আমেরিকার বিচার বিভাগ জানিয়েছে যে ক্যালিফোর্নিয়ার স্যাক্রামেন্টের অধিবাসী ২৩ বছর বয়সী আউস মোহাম্মদ ইউনুস আল জায়াব-এর বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাসবাদ সম্পর্কিত ভুয়া কাগজ পত্র প্রস্তুতের সংগে সংশ্লিষ্ট থাকার অভিযোগ আনা হয়েছে। আল জায়াব ২০১২ সালে সিরিয়া থেকে শরণার্থী হিসেবে আমেরিকায় আসেন।
ওমর ফারাজ আল হার্ডেনকে আটক করা হয়েছে টেক্সাসের হিউসটন থেকে, ইসলামিক ষ্টেট দলকে সাহায্যে অভিযোগ করা হয়েছে তার বিরুদ্ধে। শুক্রবার দু’জনকে আদালতে হাজির করা হবে।
(0)