কক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের পেছনে পাহাড়ে সন্দেহভাজন দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।
বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। এতে নিহত দুজনের নাম জানা যায়নি।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মজিদ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, মালামাল ও টাকার ভাগবাটোয়ারা নিয়ে দুই দল ডাকাতের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুজন নিহত হয়েছে।
ওসি আরো জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে দুজনের লাশ ও দুটি অস্ত্র উদ্ধার করেছে।
(0)