সরকারি হাসপাতালে নিয়ম অনুযায়ী দিন-রাত চব্বিশ ঘণ্টাই চিকিৎসা সেবা মেলার কথা। কর্তৃপক্ষের দাবি, ইনডোর মেডিকেল অফিসার পদ না থাকায় ঝুঁকি এড়াতেই রাতে রোগী ভর্তি সীমিত করা হয়েছে।
আড়াইশ শয্যার বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল। দিনের বেলা আউটডোরে চিকিৎসা নিতে আসা রোগীদের ভীড় উপচে পড়া। তবে বেলা গড়ানোর সাথে সাথে পাল্টাতে থাকে সেই চিত্র।
রাত নামলেই সুনসান নিরবতা। জরুরী বিভাগে দু-জন ছাড়া সব চিকিৎসকই দুপুর আড়াইটারর মধ্যে হাসপাতাল ছাড়েন। ফলে সন্ধ্যার পর জরুরী প্রয়োজনেও ভর্তি করা হয় না কোনো রোগী। এতে দুর্ভোগের শিকার হন ভর্তি হতে আসা রোগী ও তাদের স্বজনরা।
এ নিয়ে উদ্বিগ্ন হাসপাতাল কর্তৃপক্ষ। তাদের দাবি, সার্বক্ষণিক চিকিৎসা সেবা চালু রাখতে ইনডোর মেডিকেল অফিসারের ২০টি নতুন পদ সৃষ্টি করতে হবে। এছাড়া ৯টি বিভাগে একজন কোরে বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ দেয়ার দাবিও তাদের।
এই হাসপাতাল ২৪ ঘণ্টা সচল রাখতে জনবল নিয়োগের কোন বিকল্প নেই জানিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন স্থানীয় সংসদ সদস্য।
(0)