রাজধানী গুলশানের রেস্তোরায় নিহত জিম্মিদের সবাইকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে।
কমান্ডো অভিযানের পর আইএসপিআরের এক সংবাদ সম্মেলনে একথা জানিয়েছেন সেনাবাহিনীর মিলিটারি অপারেশন্সের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাঈম আশফাক চৌধুরী।
তিনি জানান, রাতেই বন্দুকধারীরা জিম্মিদের ধারালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে হত্যা করে।
নিহতদের পরিচয় এখনও সনাক্ত করা সম্ভব হয়নি। তবে বলা হচ্ছে, তাদের সবাই বিদেশি।
এই রেস্তোরাঁটি বিদেশিদের কাছে খুবই জনপ্রিয় ছিলো।
‘অপারেশন থান্ডারবোল্ট’ নামের প্রায় ১৫ মিনিটের এই কমান্ডো অভিযানে নিরাপত্তা বাহিনীর গুলিতে ছ’জন জঙ্গি নিহত হয়।
উদ্ধার করা হয় তিনজন বিদেশি নাগরিকসহ মোট ১৩ জনকে ।
এদের একজন জাপানি আর দু’জন শ্রীলঙ্কার নাগরিক।
জঙ্গিদের কাছে যেসব অস্ত্র ছিলো তার মধ্যে রয়েছে চারটি পিস্তল, একটি রাইফেল, চারটি অবিস্ফোরিত আইইডি, একটি ওয়াকিটকি সেট এবং ধারালো দেশীয় অস্ত্র।
ব্রিগেডিয়ার চৌধুরী জানান, সরকার প্রধানের কাছ থেকে নির্দেশ পাওয়ার পর সকাল সাড়ে সাতটার পরে এই অভিযান চালানো হয়। – বিবিসি
(3)