নিজের প্রথম সংবাদ সম্মেলনে এ কথা বলেন, যুক্তরাজ্যের নবনিযুক্ত হাইকমিশনার এলিসন ব্লেক। বলেন, আইন-শৃংখলা বাহিনীর হাতে মানবাধিকার লঙ্ঘন কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
এলিসন ব্লেক। বাংলাদেশে প্রথম ব্রিটিশ মহিলা হাইকমিশনার। এই কূটনীতিকের প্রথম সংবাদ সম্মেলনে তাই গণমাধ্যমের উপিস্থিতিটাও একটু বেশিই।
আনুষ্ঠানিক বক্তব্যের পর জবাব দেন সাংবাদিকদের নানা প্রশ্নের। কথা বলেন, সাম্প্রতিক সময়ে এদেশের গণতান্ত্রিক পরিস্থিতি ও নির্বাচন প্রসঙ্গে।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে উঠে আসে এদেশের মানবাধিকার পরিস্থিতিও।
সাম্প্রতিক বিশ্বে জঙ্গি সংগঠন ও এর বিস্তার বাংলাদেশে রুখতে, কেমন ভূমিকা থাকা উচিত, সেবিষয়ে কথা বলেন এলিসন।
কথা বলেন এদেশের উন্নয়নে যুক্তরাজ্যের আগামীদিনের অংশগ্রহণ কেমন হবে তা নিয়েও। জানান, বিনিয়োগ-বাণিজ্য ও দ্বিপাক্ষিক সর্ম্পকের মাধ্যমে দুদেশের সর্ম্পককে দিতে চান ভিন্ন মাত্রা।
(3)