ব্যস্ত সড়কে ছয় বছরের মেয়ে এলিজাবেথ লামিয়াকে মোটরসাইকেল চালাতে দেখে অবাক সবাই। এত কম বয়সে কীভাবে মোটরসাইকেল মতো ঝুঁকিপূর্ণ যান নিয়ন্ত্রণ করছে সে।
পরিবারের সদস্যরা জানায়, তিন বছর বয়সে বাইসাইকেল চালানো শিখে ফেলে লামিয়া। পরে বছর মোটরসাইকেল চালানোয় হাতেখড়ি। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন স্বাচ্ছন্দেই নামিদামি ব্রান্ডের সব মোটারসাইকেল চালাতে পারে।
লামিয়ার মা শাহনাজ পারভীন লিপি জানান, স্থানীয় ফুলকুঁড়ি মডেল স্কুলের প্রথম শ্রেণিতে পড়ে লামিয়া। স্বপ্ন দেখে বড় হয়ে পাইলট হবে।
যশোর সদরের হৈবতপুর গ্রামের মেয়েটি বড় হয়ে পরিবারের মুখ উজ্জল করবে। এমন স্বপ্নে বাবা-মা ইংল্যান্ডের রানীর সঙ্গে মিল রেখে নাম রেখেছেন এলিজাবেথ লামিয়া।-ইনডেপেন্ডেন্ট
(3)