খুলনায় সমাজ সেবা কর্তৃক উন্নয়ন কর্মসূচিতে দলিত ও হরিজন জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি শীর্ষক সংলাপ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ নভেম্বর) খুলনা সমাজ সেবা কার্যালয়ের মিলনায়তনে এ সংলাপ সভা অনুষ্ঠিত হয়।
বেসরকারি উন্নয়ন সংগঠন দলিত এ সংলাপ সভার আয়োজন করে।
প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস প্রোগ্রামের অধীনে স্ট্রেংদেনিং অ্যাডভোকেসি ইনিশিয়েটিভস অফ দলিত কমিউনিটি (সেইড) এর আওতায় কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় এবং ইউএসএইড এর অর্থায়নে প্রকল্পটি গত ১ এপ্রিল ২০২২ থেকে শুরু হয়।
সম্প্রীতি ফোরাম’র সভাপতি সিলভী হারুনের সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন কর্মসূচি প্রধান দলিত বিকাশ কুমার দাস এবং পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন উপস্থাপন করেন মনিটরিং অফিসার ইসরাত নূয়েরী হোসেন মুমু।
সংলাপ সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক খান মোতাহার হোসেন।
বিশেষ অতিথি ছিলেন খুলনা সিটি করপোরেশন এর ৫নং ওয়ার্ড কাউন্সিলর শেখ মোহাম্মাদ আলী, খুলনা জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আইনাল হক, মোঃ শফিকুল ইসলাম। সভায় বক্তব্য রাখেন খুলনা জেলার বিভিন্ন উপজেলা সমাজ সেবা অফিসের কর্মকর্তা, দলিত জনগোষ্ঠীর প্রতিনিধিবৃন্দ।
সভায় বক্তৃতা করেন পরিবর্তন খুলনার শিরিন পারভিন, সম্প্রিতি সংঘের ইশরাত আরা হীরা, বাংলাদেশ দলিত পরিষদের কালিপদ দাস প্রমুখ।
সভায় বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মসূচিতে দলিত, হরিজনদের অন্র্তভুক্তির সংখ্যা বৃদ্ধির দাবী জানান।
(23)