এর আগে গত ১৫ সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে দেশ ত্যাগে করেন তিনি। তখন বিএনপির পক্ষ থেকে বলা হয়েছিল ১ অক্টোবর দেশে ফিরবেন বিএনপি চেয়ারপারসন। তবে যথাসময়ে দেশে ফেরেননি তিনি।
পরবর্তীতে ৩ অক্টোবর নতুন তারিখ নির্ধারন হওয়ার কথা শোনা গেলেও সেই তারিখ বাতিল হয়ে ৮ অক্টোবর দেশের ফেরার তারিখ নির্ধারণ করা হয়। তবে সর্বশেষ ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দেশে আসছেন না তিনি।
এদিকে খালেদা জিয়ার দেশের ফেরা না ফেরা নিয়ে রাজনৈতিক মহলে বিভিন্ন আলাচনা শুরু হয়েছে। তিনি সহসাই দেশে ফিরছেন না বলে একটি সূত্র দাবি করলেও আরেকটি সূত্র বলছে খালেদা জিয়া বর্তমান পরিস্থিতিতে দেশে আসতে অনাগ্রহ প্রকাশ করছেন।
লন্ডন বিএনপি সূত্রে জানা গেছে, এখনো চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। বড় ছেলে তথা দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ড. জুবাইদা রহমান চিকিৎসার সব বিষয় তদারকি করছেন। পাশাপাশি স্বজনদের সঙ্গে আবেগঘন সময় পার করছেন তিনি।
তবে আরেকটি সূত্র বলছে, বর্তমানে খালেদা জিয়ার যে অবস্থা তিনি ইচ্ছা করছে দেশে ফিরে আসতে পারেন। কিন্তু কেন তিনি দেশে ফিরছেন না এই বিষয়টি নিয়ে গোপনীয়তা রক্ষা করা হচ্ছে।
সংশ্লিষ্টরা বলছেন, বিদেশ যাওয়ার আগে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে যেমন আলোচনা সমালোচনা হয়েছে। এখন চিকিৎসা শেষ হওয়া সত্ত্বেও দেশে ফিরে না আসায় ফের আলোচনা শুরু হয়েছে।
এদিকে বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসন ব্যক্তিগত চিকিৎসার লন্ডনে গিয়েছেন এবং চিকিৎসা শেষে ফিরে আসবেন বলে জানানো হচ্ছে। আর বিএনপির কোন নেতাই জানেন না কবে নাগাদ দেশে ফিরছেন বেগম জিয়া।
বিএনপির মূখপাত্রের দায়িত্বে থাকা দলটির আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল ও দলটির সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আবদুস সালাম আজাদ বলেন, এটা ম্যাডামের (খালেদা জিয়া) ব্যক্তিগত সফর। এ বিষয়ে তারা কিছুই জানেন না।-ব্রেকিংনিউজ
(3)