পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডলের পিতা নির্মল চন্দ্র মন্ডল (৭৪) আর নেই। তিনি রোববার সকাল পৌনে ১০টায় পৌরসভার সরল গ্রামস্থ নিজ বসতবাড়ীতে পরলোকগমন করেন। তিনি বেশ কিছুদিন দুরারোগ্য ব্যধিতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এদিকে সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডলের পিতার মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিকরা।
বিবৃতিদাতারা হলেন, সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এমআর মন্টু, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ রায়, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম ও অমল মন্ডল।
(2)