পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডলের পিতা নির্মল চন্দ্র মন্ডল (৭৪) অসুস্থ্য হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। তিনি পৌরসভার ৪নং ওয়ার্ড সরল গ্রামের বাসিন্দা ও ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি ও কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির একজন সদস্য।
তিনি অসুস্থ্য হলে গত ৩ ফেব্রুয়ারি উপজেলা সদরের একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করা হয়। পরবর্তী ৬ ফেব্রুয়ারি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এরপর উন্নত চিকিৎসার জন্য তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরীক্ষা-নিরীক্ষান্তে তার ফুসফুসে ক্যান্সার ধরা পড়ে। বর্তমানে তিনি খুমেক হাসপাতালের মেডিসিন, রেডিওথেরাপি ও অনকোলজি বিভাগে চিকিৎসকদের তত্ত্বাবধায়নে চিকিৎসাধীন রয়েছে।
এদিকে সাংবাদিক পূর্ণ চন্দ্র মন্ডলের পিতার আশুসুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন প্রেসক্লাবের সাংবাদিকরা। বিবৃতিদাতারা হলেন, সভাপতি এ্যাডঃ এফএমএ রাজ্জাক, সহ-সভাপতি তৃপ্তি রঞ্জন সেন ও মোঃ আব্দুল আজিজ, সাধারণ সম্পাদক এম মোসলেম উদ্দীন আহমেদ, যুগ্ম-সম্পাদক এন ইসলাম সাগর, কোষাধ্যক্ষ এসএম বাবুল আক্তার, সাবেক সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর, জিএ গফুর, সাবেক সাধারণ সম্পাদক এসএম আলাউদ্দীন সোহাগ, স্নেহেন্দু বিকাশ, বি সরকার, এমআর মন্টু, রবিউল ইসলাম, নজরুল ইসলাম, প্রমথ রঞ্জন সানা, আলাউদ্দীন রাজা, কৃষ্ণ রায়, আব্দুর রাজ্জাক বুলি, আবুল হাশেম ও অমল মন্ডল।
(0)