মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়েছে প্রাণদণ্ডপ্রাপ্ত বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ও জামায়াত নেতা আলী আহসান
দুপুরে ট্রাইব্যুনালের তিন বিচারপতি মৃত্যু পরোয়ানায় সই করেন। পরে ট্রাইব্যুনালের রেজিস্টার শহীদুল আলম ঝিনুক তা কারা কর্তৃপক্ষের নিকট পাঠিয়ে দেন। রায়ের কপি পাঠানো হয়েছে সংশ্লিষ্ট বিভিন্ন বিভাগেও। বুধবার বিকালে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করে আপিল বিভাগ। গতরাতেই রায়ের সার্টিফাইড কপি পাঠানো হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ১৬ জুন মুজাহিদের আপিলের সংক্ষিপ্ত রায় ঘোষণা করে আপিল বিভাগ। আর সালাউদ্দীন চৌধুরীর মামলায় সংক্ষিপ্ত রায় ঘোষণা করা হয় ২৯ জুলাই। আসামিরা রায় রিভিউয়ের আবেদনের জন্য ১৫ দিন সময় পাবেন। তবে তারা আবেদন করার আগে দণ্ড কার্যকরে প্রক্রিয়া চলবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।
(0)