যশোরের কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সিটিটিউশনের পাতানো নিয়োগ বের্ডের মাধ্যমে ৭ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিকট লিখিত আবেদন করা হয়েছে।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক-এর বরাবর লিখিত আবেদনে জানাগেছে, কেশবপুর উপজেলার সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সিটিটিউশনে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে তা বাছাই করে বিধি মোতাবেক বোর্ড না করে একজনের বাসায় পাতানো নিয়োগ বোর্ডের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এলাকার শিক্ষিত বেকার যুবকদের নিকট থেকে পোষ্টালঅর্ডারসহ আবেদনপত্র নিয়ে তাদেরকে কোন অবস্থাতেই জ্ঞাত না করে কর্তৃপক্ষ মোটা অংকের অর্থের বিনিময়ে তাদের পছন্দের ৭ জন প্রার্থীকে শিক্ষক পদে নিয়োগ দিয়েছেন। নিয়োগ কৃত শিক্ষকরা হলেন সহকারী শিক্ষক গুলশানারা, পবিত্র কুমার দাস, প্রিয়াংকা দাস ও আব্দুল হালিম, ক্রীড়া শিক্ষক মামুনুর রশিদ, সহকারী লাইব্রেরিয়ান শিখা রানী দাস এবং কম্পিউটার ভেকেশনাল গাজীউর রহমান। এব্যাপারে এলাকাবাসির পক্ষ থেকে নারুগোপাল দাস সাগরদাঁড়ি মাইকেল মধুসূদন ইন্সিটিটিউশনের পাতানো বোর্ডের মাধ্যমে ৭ শিক্ষকের নিয়োগ বাতিলের দাবীতে জনপ্রশাসন প্রতিমন্ত্রীর নিকট লিখিত আবেদন করেছেন।
-এস আর সাঈদ, কেশবপুর, যশোর
(1)