পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছা থানা পুলিশ সাজাপ্রাপ্ত ও অপহরণ মামলার দুই আসামীকে আটক করেছে। রোববার পৃথক স্থান থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃত সাজাপ্রাপ্ত আসামী শহীদ মোড়ল উপজেলার শ্যামনগর গ্রামের নূর ইসলাম মোড়লের ছেলে।
মাগুরা সিআর ৮৩৫/১৭নং মামলায় বিজ্ঞ আদালত শহীদকে ১ বছরের কারাদন্ড প্রদান করে। অপরদিকে আসামী আছাদুল গাজী উপজেলার শাহপাড়া গ্রামের সাত্তার গাজীর ছেলে। সে ২০২০ সালের ৫ সেপ্টেম্বর পাইকগাছা থানায় দায়েরকৃত জিআর ২৯৪ নং অপহরণ মামলার আসামী।
রোববার সকাল ৯টার দিকে ঢাকার মিরপুর-১ এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে ওসি এজাজ শফী জানিয়েছেন।
(14)