চট্টগ্রাম : সাতকানিয়া পৌর সভায় ভোট দিয়ে বের হওয়ার পর কেন্দ্রের অদূরে মো.নুরুল আমিন (৩৫) নামে এক যুবদল নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে।
বুধবার ভোট শুরুর তিন ঘণ্টার মধ্যে সাতকানিয়া কলেজ কেন্দ্র এলাকায় এ ঘটনা ঘটে।
বিয়ষটি নিশ্চিত করে চট্টগ্রামের পুলিশ সুপার একে এম হাফিজ আক্তার বাংলামেইলকে বলেন, ‘ভোট কেন্দ্র থেকে বের হওয়ার পর কেন্দ্র থেকে বেশ কিছু দূরে নুরুল আমিন নামে একজন লোককে কে বা কারা গুলি করে হত্যা করেছে। বিয়ষটি আমরা খতিয়ে দেখছি।’
(2)