সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরা শ্যামনগরে আজিজুল ইসলাম গাজী নামে একজনকে অস্ত্র-গুলি সহ আটক করেছে কৈখালী কোষ্টগার্ড সদস্যরা।
শুক্রবার রাত ৩টার দিকে কৈখালী কোষ্টগার্ড পেটি অফিসার (পিও) লেঃ ইকবল, লেঃ জহুরুল ও লেঃ হারুনের নেতৃত্বে কোষ্টগার্ড কর্মীরা নিজ বাড়ী থেকে তাকে আটক করে।
এসময় তল্লাশি করে, ২টি একনলা বন্ধুক ও ২টি তাজা গুলি উদ্ধার করে কোষ্টগার্ড সদস্যরা। তিনি শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের লিয়াকত আলী গাজীর ছেলে।
লেঃ জহুরুল জানান, নিজ বাড়ীতে অস্ত্র-গুলি মজুদ আছে এমন খবর গোপনে জানতে পেরে অভিযান চালানো হয়। একপর্যায়ে তাকে আটক করে জিজ্ঞাসাবাদে বিশেষ ভাবে রক্ষিত ২টি একনলা বন্ধুক ও ২টি তাজা গুলি উদ্ধার করা হয়।
(1)