সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে তিনদিনব্যাপী বইমেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে শহিদ আব্দুর রাজ্জাক পার্কস্থ চত্বরে এ বইমেলার উদ্বোধন করেন সাতক্ষীরা সদর আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহম্মদ হুমায়ুন কবির, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আমানউল্যাহ আল হাদী, সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব কুমার বসু, সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার অজিত কুমার সরকার, কবি শহিদুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তাগণ। আগামী মঙ্গলবার মেলা বইমেলা শেষ হবে।
(0)