সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা শিশু হাসপাতালে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপস্যুল খাওয়ানোর মাধ্য দিয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
সোমবার সকালে সাতক্ষীরা শিশু হাসপাতালে জাতীয় ভিটামিন ‘এ ‘ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. সবিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হুমায়ুন কবির।
এছাড়া জেলার সকল উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ উপজেলা সদরের কমিউনিটি ক্লিনিকে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করেন।
সাতক্ষীরা জেলায় ৬ থেকে ১১ মাস বয়সী ২৭ হাজার ৬৩৩ জন শিশুকে নীল রঙের ভিটামিন এ ক্যাপসুল এবং ১২থেকে ৫৯ মাস বয়সী ২ লাখ ৩১ হাজার ৭৯৭ জন শিশুকে লাল রঙের ভিটামিন “এ”ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য জেলার সাতটি উপজেলা ও দুইটি পৌরসভা ও ৭৮টি ইউনিয়নের ২০৩১টি কেন্দ্রে ৪৪১৪ জন সরকারি এবং ৩৮৫১ জন স্বেচ্ছাসেবক স্বাস্থ্য কর্মী নিয়োজিত থাকবে।
এ সময় সদর হাসপাতালের মেডিকেল অফিসারগন সহ শিশু হাসপাতালের সকল কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
(0)