আইলা বিদ্ধস্থ গাবুরায় মানুষ ঘুরে দাড়াচ্ছে। আবারও তারা তাদের ঐতিহ্য ফিরিয়ে আনতে প্রাণপণ চেষ্টা করছে। গাবুরার বিভিন্ন গ্রাম থেকে ৮ টি দল নিয়ে তৈরি হয় হা-ডু-ডু’র আসর। গাবুরা ইউনিয়নের গাইনবাড়ী পুরাতন কাউন্সিল মাঠে ৩১ জুলাই এ হা-ডু-ডু আসরটি অনুষ্টিত হয়৷
এই মর্যাদার লড়াই উপভোগ করতে গাবুরার বিভিন্ন প্রান্ত থেকে হাজারো দর্শক জড়ো হয়৷ দিনব্যাপী আসরে আনন্দ উপভোগ করে ক্রীড়ামোদী দর্শকরা৷ বছর তিনেক আগে চাঁনীমুখায় নৌকা বাইচ। গত বছরেও নৌকা বাইচ হল, খলিশা বুনিয়ায় দাড়িয়াবান্ধা (গ্যাদন), চাঁদনীমুখাতে এবছর গ্যাদন খেলা অনুষ্ঠিত হয়। সম্প্রতি খলিশাবুনিয়া ঢালিবাড়ী হা-ডু-ডু আসর। আর এবার ❝গোল্ডেন বয়েজ ক্লাব❞ এর আয়োজনে অনুষ্ঠিত হলো আন্তঃ ইউনিয়ন হা-ডু-ডু আসর৷ ক্রিড়ামোদি দর্শকদেরী দাবী, এমন আসর যেন প্রতি বছর আয়োজন করা হয়৷ বিনোদন খরার যুগে সুস্থ বিনোদনের মাধ্যমে তরুন সমাজকে মাঠ নিয়ে আসার বিকল্প নেই বলে তারা মনে করেন।
খেলায় উপস্থিত থেকে সার্বিকভাবে সহযোগিতা করেছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি. এম. শফউল আযম লেনিন, গাবুরা ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য জি. এম. ইমাম হাসান৷ আরো উপস্থিত ছিলেন জি. এম কামরুল ইসলাম, শিক্ষক আব্দুর রশীদ, শিক্ষক আবুল বাশার, রুবাইয়া মোস্তফা সিরাজুল ইসলাম, জি. এম আব্দুল মান্নান খোকা, শিক্ষক জালাল উদ্দীম, মামুনুল হাসান শামীম, ইমাম হোসেন, দিদারুল ইসলাম রাজু প্রমুখ৷
খেলা পরিচালনা করেন এস. এম কামরুজ্জামান মিটুল, এম. আব্দুস সামাদ আযাদ, শাহ নেয়াজ ও কামরুল ইসলাম৷ পুরো খেলা সঞ্চালনা করেন মুস্তাকিম বিল্যাহ বাপ্পী ও মো: শরিফুল ইসলাম৷ আসরটি বাস্তবায়নে সার্বিক কাজ করেন নাজিমুদ্দীন৷ এমন আয়োজন করায় গোল্ডেন বয়েজ ক্লাবকে আন্তরিক ধন্যবাদ জানান সর্বস্তরের মানুষ।
(19)