সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় ১৮টি স্বর্ণের বার সহ মোঃ মিঠু সরদার(২৩) নামের একজনকে গ্রেফতার করেছে সদর থানা পুলিশ। সোমবার (৬ ফেব্রুয়ারি) বেলা দেড়টায় সাতক্ষীরা সদরের বাকাল ব্রীজের পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মিঠু সরদার সাতক্ষীরা সদরের লাবসা ইউনিয়নের থানাঘাটা এলাকার মোঃ শওকত আলীর ছেলে। তিনি ভারতে পাচারের উদ্দেশ্যে ওই স্বর্ণ সাতক্ষীরার সীমান্ত এলাকায় নিয়ে যাচ্ছিলেন বলে জানায় পুলিশ।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু জিহাদ মোঃ ফখরুল আলম খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহজালাল ও এএসআই জিয়া একটি মোটরসাইকেলকে চ্যালেঞ্জ করে। এসময় তার মোটরসাইকেল তল্লাশি করে মাদকের বদলে ১৮টি স্বর্ণের বার পাওয়া যায়। স্বর্ণের বারগুলো অতি কৌশলে মোটরসাইকেলের চেসিসের ভিতর টেপ দিয়ে প্যাচানো ছিলো। গ্রেফতারকৃত আসামী ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলো বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে।
ওসি আরও জানান, স্বর্ণের বারগুলোর মোট ওজন ২ কেজি ৯৯ গ্রাম ৫২০ মিলিগ্রাম। এর বর্তমান বাজারমূল্য প্রায় ১ কোটি ৬৫ লাখ ৬০ হাজার টাকা। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঘটনাস্থলটি অতিরিক্ত পুলিশ সুপার সজীব খান পরিদর্শন করেছেন।
(1)