সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরায় প্রথম করোনার টিকা নিলেন জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল। এরপরই সিভিল সার্জন ডা, হুসাইন শাফায়েত টিকা গ্রহন করেন। এভাবে বেশ কয়েকজন টিকা গ্রহন করেন। এর আগে সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি করোনা টিকা প্রদান কর্মসূচির উদ্বোধন করেন।
রবিবার (০৭ ফেব্রুয়ারী) সকালে সাতক্ষীরা সদর হাসপাতালে আনুষ্ঠানিক ভাবে করোনা টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়।
প্রসঙ্গত, সারাদেশে রবিবার থেকে করোনা টিকা প্রদান কার্যক্রম একযোগে শুরু হয়েছে। এরই অংশ হিসাবে সাতক্ষীরায় অনেকটা উৎসব মুখর পরিবেশে এ টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।
(1)