সাতক্ষীরা প্রতিনিধি : মুজিববর্ষ উপলক্ষে সাতক্ষীরায় ‘বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন’ প্রতিযোগিতা হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সকালে শহরতলির লেক ভিউ থেকে শুরু হয়ে সাতক্ষীরা স্টেডিয়ামে এসে শেষ হয় এই প্রতিযোগিতা।
এতে প্রথম আনারুল ইসলাম ও দ্বিতীয় স্থান অধিকার করেন শহিদ হোসেন। মেয়েদের মধ্যে প্রথম ও দ্বিতীয় স্থান লাভ করেন সোহানা খাতুন ও আফরা খন্দকার।
বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও জেলা প্রশাসন আয়োজিত এই প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করেন সাতক্ষীরা ২ আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি ।
এ সময় আরো উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান, ৫৫ পদাতিক ব্যাটালিয়নের সিও লে. কর্নেল নাসির, উপজেলা চেয়ারম্যান আসাদুজ্জামান বাবু, সমাজ সেবক বিশিষ্ট ব্যাবসায়ী আবুল কালাম বাবলা ও জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা।
(3)