সাতক্ষীরা জেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন সাতক্ষীরা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক হুমায়ুন কবীর।
কিন্তু ঋণখেলাপীর অভিযোগ তুলে রবিবার (১৮ সেপ্টেম্বর) জেলা পরিষদের প্রশাসক ও আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলামের মনোনয়ন বাতিলের জন্য রিটার্নিং অফিসার বরাবর আবেদন করেছেন অপর স্বতন্ত্র প্রার্থী।
জেলা পরিষদ নির্বাচনে অপর চেয়ারম্যান প্রার্থী খলিলউল্লাহ ঝড়ু তার লিখিত আবেদনে জানান, ‘নজরুল ইসলাম সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগে ঋণখেলাপীর জন্য ২টি রিট পিটিশন আবেদন করেছিলেন, যথাক্রমে ১৪০০৭/২০১৬ যা গত ২৭/০৭/২০১৭ তারিখে এবং রিট পিটিশান নং ১২১৫৫/২০১৭ গত ১৪/১০/২০১৯ তারিখে খারিজ হয়ে যায়।
এছাড়াও ২৮/১২/২০১৬ তারিখে জেলা পরিষদ নির্বাচনে নজরুল ইসলামের বাংলাদেশ ব্যাংক কর্তৃক সিআইবি রিপোর্টে ঋণ খেলাপী থাকে। সে ক্ষেত্রে যাচাই বাছাইয়ে মননোয়ন বাতিল না হওয়ায় রফিকুল ইসলাম হাইকোর্টে একটি রীট পিটিশান আবেদন করেন, যার নং২৪৮৪/২০১৭ যা এখনো চলমান আছে।
মোঃ খলিলউল্লাহ আবেদনে আরো উল্লেখ করেন, যাচাই বাছাই এর ক্ষেত্রে নজরুল ইসলামের মননোয়ন ফর্মের শর্ত সমূহের সাথে হলফনামায় আয়কর রিটার্ন ও সার্টিফিকেট দাখিল করার শর্ত থাকলেও তিনি সেটি করেননি। প্রজ্ঞাপন ১৪(৩)(ঙ) হলফনামা অসম্পূর্ন তথ্য সংক্রান্ত বিষয়ে তিনি আপত্তি জানিয়েছেন।
মননোয়ন বাতিলের আবেদন প্রসঙ্গে জেলা পরিষদের বর্তমান প্রশাসক ও বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম জানান, সব কিছু যাচাই বাছাই করেই রিটার্নিং অফিসার আমার মননোয়ন বৈধ বলে ঘোষণা করেছেন। আবেদনের বিষয়টি সংশ্লিষ্ট দপ্তর দেখবে।
(12)