সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরার বনবিভাগের অভিযানে সুন্দরবনের খুলনা রেঞ্জ থেকে ১২ কেজি হরিনের মাংস সহ ৪ জনকে আটক করা হয়েছে। শুক্রবার(২৮ জানুয়ারি) বিকালে বনবিভাগের টহল দলের সদস্যরা সুন্দরবনের বঙ্গবন্ধুর চর নামক জায়গা থেকে হরিনের মাংস বিক্রির সময় তাদেরকে হাতেনাতে আটক করে। শনিবার দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন বন বিভাগের কর্মকর্তারা।
আটককৃতরা হলো সজীব মিয়া(৩৫), নওশের আলী(৩২), ইদ্রিস আলী(৪০), নূর আলী(৩৮)। এরা সবাই খুলনা এলাকার বাসিন্দা।
সাতক্ষীরার বুড়িগোয়ালিনী স্টেশন অফিসার নূর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা বনবিভাগ জানতে পারে, বঙ্গবন্ধুর চর এলাকায় নৌকায় হরিনের মাংস বিক্রয় হচ্ছে। এসময় ঘটনাস্থলে উপস্থিত হয়ে বনবিভাগের সদস্য সোহেল রানা ৫ কেজি কাঁচা হরিনের মাংস ও রান্না করা ৭ কেজি হরিনের মাংসসহ হাতেনাতে ৪ জনকে আটক করেন। তাদেরকে তাৎক্ষনিকভাবে খুলনা রেঞ্জের ভোমরখালী টহল ফাড়িতে প্রেরন করা হয়।
সাতক্ষীরা সহকারী বনসংরক্ষক ইকবাল হোসাইন চৌধুরী জানান, ঘটনাস্থলটি খুলনা রেঞ্জের ভেতরে হওয়ায় জব্দকৃত মাংস ও আটক ৪ চোরাশিকারীকে বনবিভাগের খুলনা রেঞ্জে প্রেরণ করা হয়েছে। তাদেরকে বন আইনে মামলা দেওয়া হবে।
খুলনা রেঞ্জের সহকারী বনসংরক্ষক জিএম হাসান হরিণের মাংস আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
(0)