বলিউডের আবেদনময়ী অভিনেত্রীদের মধ্যে এখন অন্যতম সানি লিওন। এক সময়ের এই পর্নো তারকা এখন কাজ করেন বলিউড সিনেমায়। পর্নো তারকা থেকে বলিউড অভিনেতা হয়ে জনপ্রিয় হলেও এ তারকার অনেক তথ্যই এখনও সবার কাছে অজানা। তাই সানি লিওনের অজানা ১০টি তথ্য নিয়েই আমাদের আজকের রচনা। ১. সানি লিওন নামে পরিচিত হলেও তার আসল নাম করণজিত কর ভোহরা। ২. পর্নো তারকা হওয়ার আগে সানি লিওন শিশুদের নার্স হওয়ার জন্য লেখাপড়া করতেন। ৩. সানি লিওনের প্রথম মুক্তিপ্রাপ্ত সিনেমার নাম ছিল সানি। ৪. খাবারের তালিকায় সানির পছন্দ ইতালিয়ান খাবার। তবে পরোটা খেতেও খুব পছন্দ করেন তিনি। ফলের ক্ষেত্রে ‘কিউই’ তার খুব পছন্দ। ৫. সানি লিওনের পছন্দের অভিনেতা মি. পার্ফেক্টশনিস্ট আমির খান। ৬. স্বামী ড্যানিয়েলের অনুমতি ছাড়া কোনো সিনেমাতেই চুক্তিবদ্ধ হননা সানি লিওন। ৭. নিজের অতীত নিয়ে কোনো আক্ষেপ নেই সানি লিওনের। তার মতে, ‘পর্নো তারকা মানেই প্রস্টিটিউট নয়।’ ৮. সানি লিওনের ভালোবাসার মানুষ একজনই, তিনি হলেন তার স্বামী ড্যানিয়েল ওয়েবার। পাশাপাশি ড্যানিয়েলকে নিজের সবচেয়ে ভালো বন্ধু বলেও দাবি করেন সানি। ৯. ১৮ বছর বয়সেই সানি প্রথম জানতে পারেন তিনি বাই-সেক্সুয়াল। তবে ছেলেদের প্রতিই তার আকর্ষণ বেশি। ১০. স্বামী ড্যানিয়েলের সঙ্গে ‘সান লাস্ট পিকচার্স’ নামের একটি অ্যাডাল্ট ফিল্ম স্টুডিওর মালিক সানি লিওন।
(10)