ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প ও সখিনা আলী সেবা প্রকল্প’র আয়োজনে দিবসটি পালনে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প ও সখিনা আলী সেবা প্রকল্প ও মাসিক সোনামুখ পত্রিকার সম্পাদক আনোয়ার হোসেন আকুঞ্জী, প্রকল্প সদস্য, সাবেক মেম্বর ও বিশিষ্ঠ সমাজ সেবক এস এম মেসাবাহুল আলম টুটুল, সাবেক মেম্বর এ এম হুমায়ুন কবির, সাবেক মেম্বর শেখ জাহান আলি, গাজি মনিরুজ্জামান, ইসমাইল হোসেন ফকির, আন্দুলিয়া স্পোর্টিং ক্লাবের সাবেক সম্পাদক এ এম মুজাহিদুর রহমান, সেলিম মোল্যা, ইয়াসিন মোল্যাসহ সোনামুখ সদস্যবৃন্দ।
আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন রঘুনাথপুর জামে মসজিদের ইমাম কেআরএডি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক মাওলানা আঃ রউফ ঢালি।
উল্লেখ্য, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইজিপি আনোয়ারুল ইকবাল গত গতবছর ১৫ জানুয়ারি স্ট্রোকে আক্রান্ত হয়ে মারা যান। ওয়াসেক আলী শিক্ষা প্রকল্প ও সখিনা আলী সেবা প্রকল্প ও মাসিক সোনামুখ পত্রিকার প্রতিষ্ঠাতা এ এম কামরুল ইসলাম (এএসপি) জানান; তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও আইজিপি আনোয়ারুল ইকবাল স্যার একজন গুণি মানুষ হিসেবে অত্র এলাকায় উন্নয়ন কর্মকান্ডে তিনি ব্যাপক সহযোগিতা করেছেন। আমরা তাঁর নিকট কৃতজ্ঞ।
আত্মার মাগফেরাত কামনায় এলাকার মানুষ তাঁর জন্য দোয়া অনুষ্ঠান পালন করে আসছে।
-আঃ লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(9)