পাইকগাছা (খুলনা) প্রতিনিধিঃ পাইকগাছার দেলুটির কালিনগর উদয়ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্র ও যুবনেতা অঞ্জন কুমার মন্ডল।
সভাপতি নির্বাচনের লক্ষে গত মঙ্গলবার বিকালে প্রিজাইডিং অফিসার ও উপজেলা একাডেমিক সুপার ভাইজার মীর নূরে আলম সিদ্দিকীর কার্যালয়ে সভাপতি নির্বাচন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বী কোন প্রার্থী না থাকায় সর্বোসম্মতিক্রমে অঞ্জন কুমার মন্ডল বিনাপ্রতিদ্বন্দ্বীতায় সভাপতি নির্বাচিত হন। এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোপাল চন্দ্র মন্ডল সহ কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে সভাপতি নির্বাচিত হওয়ায় বিদ্যালয়ের সকল শিক্ষক, অভিভাবক ও কমিটির সকল সদস্যবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবনির্বাচিত সভাপতি অঞ্জন কুমার মন্ডল।
(1)