মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর লাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সামনে দিয়ে বহন করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছে চবি শাখা ছাত্রলীগ।
শুক্রবার বিকেলে
চবি ছাত্রলীগের সভাপতি মো. আলমগীর টিপু ও সাধারণ সম্পাদক ফজলে রাব্বী সুজন এই সংবাদ বিজ্ঞপ্তি পাঠান।
এতে আরও বলা হয়, যুদ্ধাপরাধের দায়ে ফাঁসিতে ঝুলিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড কার্যকর করার আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ও সুপ্রীম কোর্টের আপিল বিভাগ। সেই আদেশের পর তার স্ত্রী গ্রামের বাড়ি রাউজানে পারিবারিক কবরস্থানে দাফনের জন্য আত্মীয়-স্বজনকে প্রস্তুতি নিতে বলেছেন।
রাউজানে যেতে হলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা ব্যবহার করতে হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে চবি ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক আরও বলেন, বারো আউলিয়ার পুণ্যভূমি, বীর শহীদদের এই চট্টগ্রামের মাটিতে সালাউদ্দিন কাদেরের লাশ দাফন হবে না। তিনি শুধু ৭১-ই নয়, যুদ্ধের পরেও তিনি নির্যাতন, নিপীড়ন, হত্যা চালিয়েছেন।
সালাউদ্দিন কাদের মুক্তিযোদ্ধাদের, আওয়ামী লীগ ও তার সমর্থকদের পদে পদে নির্যাতন, হত্যা, গুম করার মত জঘন্য অপরাধ করেছে উল্লেখ করে বলেন, তিনি বারবার দম্ভোক্তির মাধ্যমে মুক্তিযুদ্ধ নিয়ে বিরূপ মন্তব্য করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, তাকে একবার না, তিনবার ফাঁসি দিলেও তার অপরাধের সামনে সেগুলো কিছুই হবে না। যুদ্ধাপরাধীদের ঠাঁই এই বাংলায় হবে না।
এর আগে, রাউজান আওয়ামী লীগ নেতারা সালাউদ্দিনের লাশ রাউজানে কবর দিতে দিবেন না বলে ঘোষণা দেন।-দ্য রিপোর্ট
(2)