সামাজিক কর্মকান্ডে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ সাতক্ষীরা উন্নয়ন সংস্থা সাস মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সন্মাননা ২০১৬ অর্জন করেছে।
৭১ মিডিয়া ভিশনের চেয়ারম্যান ও বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীর মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি সাবেক প্রধান বিচারপতি এম. তাফাজ্জল ইসলাম তালার বেসরকারি উন্নয়ন সংস্থা সাস’কে তার সামাজিক কর্মকান্ডের স্বীকৃতি স্বরুপ মওলানা আব্দুল হামিত খান ভাসানী সম্মাননা প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিচারপতি মো. জয়নুল আবেদীন প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে একুশে পদক প্রাপ্ত ভাষা সৈনিক ড. জসিম উদ্দীন আহমেদ, অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল ইসলাম ও শেরে বাংলা এ.কে ফজলুল হক গবেষনা পরিষদের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা কে. এস.এস.এম জহুরুল ইসরাম খান উপস্থিত ছিলেন।
তালার অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা সাস’ মওলানা আব্দুল হামিদ খান ভাসানী সম্মাননা অর্জন করার বিষয়ে এক প্রতিক্রিয়ায় সাস’র সফল নির্বাহী পরিচালক শেখ ইমান আলী বলেন, এই পদক প্রাপ্তি সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস) ও সকল স্টেকহোল্ডাদের জন্য এক বিরল সম্মান।
জনগনের সেবায় নিয়োজিত ‘সাস’ এই পদক প্রাপ্তিতে আরো উৎসাহিত ও অনুপ্রানিত হবে এবং একনিষ্ঠভাবে জনগনের সেবায় দেশের উন্নয়নের ক্ষেত্রে অধিকতর আত্মনিয়োগ করবে। উল্লেখ্য, এনজিও সেক্টরে বিশেষ অবদান রাখায় সাস চলতি বছরে নেলসন ম্যান্ডেলা স্বর্ন পদক এবং সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় শেরে বাংলা এ.কে ফজলুল হক সম্মাননা অর্জন করে।
একই বছরে পরপর ৩টি বিরল সম্মাননা অর্জন করায় সাস পরিবারের সদস্য ও তালার সুশীল সমাজ নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ সাস’র নির্বাহী পরিচালক শেখ ইমান আলীকে অভিনন্দন জানিয়েছেন।
-বি. এম. জুলফিকার রায়হান, তালা, সাতক্ষীরা
(7)