নির্বাচনের ফল ঘোষণার পর সবাইকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী লি হেসেইন লং। স্বাধীনতার পর গেল ৫০ বছর ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে দলটির প্রয়াত নেতা লি কুয়ান ইউর দল পিএপি। এ পর্যন্ত প্রতিটি নির্বাচনেই দলটি জয়ী হয়ে আসছে। সিঙ্গাপুরকে সমৃদ্ধ দেশের পরিণত করার জন্যই এই রাজনৈতিক দলটি বেশি জনপ্রিয়।
(0)