সিরিয়া সঙ্কট নিয়ে আগামী শুক্রবার অস্ট্রিয়ার ভিয়েনায় যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপ ও আরব রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রী ও কূটনীতিকদের শান্তি আলোচনা শুরু হবে। ইরানকে এতে অংশ নেয়ার জন্য ডাকা হবে। তবে ইরান অংশ নেবে কি না। তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র জন কিরবি এসব বলেন।
খবরে বলা হয়, সিরিয়ার আসাদ সরকারকে রাশিয়া ও ইরান সমর্থন দিয়ে আসছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আরব দেশ আসাদকে চায় না। আসাদ ক্ষমতা ছেড়ে দিক এটা তারা চায়। এসব নিয়ে আলোচনা হওয়া প্রয়োজন।
সিরিয়ায় ও ইরাকে সেনা পাঠিয়ে দেশ দুটির সরকারকে সহায়তা করছে ইরান। এ কারণে শান্তি আলোচনায় ইরান গুরুত্বপূর্ণ অংশীদার। বিগত ৪ বছর ধরে সিরিয়ায় আসাদ সরকারকে সহায়তা করছে ইরান। হাজার হাজার কোটি টাকা সিরিয়া পেছনে খরচ করেছে ইরান। সিরিয়ায় ইরানের স্বার্থ রয়েছে।
সিরিয়ায় যুদ্ধ বন্ধ করতে এবং ক্ষমতার পালা বদল করতে একটি পথ তৈরি করতে হবে। এজন্য সকলকে নিয়ে আলোচনার দরকার আছে। জন কিরবি এসব বলেন।
(1)