শরণার্থীদের আশ্রয় দিতে নিজেদের সামর্থ্যের সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে বলে জানিয়েছে জার্মানি। এদিকে, শরণার্থীদের দেখভালের দায়িত্ব ভাগাভাগি নিয়ে কেন্দ্রীয় সরকারের সাথে বিভিন্ন রাজ্য সরকারের মতভেদ দেখা দিয়েছে। চলমান সঙ্কট মোকাবেলায় জার্মানির অন্যান্য অঞ্চলকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন মিউনিখের মেয়র ডিটার রেইটার। এদিকে, সার্বিয়া দিয়ে হাঙ্গেরিতে প্রবেশ করা শরণার্থীর সংখ্যাও বেড়ে চলছে। শরণার্থীদের প্রবেশ ঠেকাতে ১৩ ফুট উচুঁ কাটাতার নির্মাণের পাশাপাশি অবৈধভাবে প্রবেশকারীদের আটকের ঘোষণা দিয়েছে হাঙ্গেরি।
(0)