তিনি শুক্রবার সন্ধ্যায় নগরীর জোড়াগেট সিএন্ডবি কলোনী এলাকাবাসীর পক্ষ থেকে দেয়া সংবর্ধনার জবাবে এ কথা বলেন। স্থানীয় ১৬নং ওয়ার্ড কাউন্সিলর ও কেসিসি’র প্যানেল মেয়র-১ মোঃ আনিছুর রহমান বিশ্বাষ ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পাওয়ায় সিএন্ডবি কলোনী সমাজকল্যাণ ও প্রতিরক্ষা সমিতি এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।
সংবর্ধনা অনুষ্ঠানে কলোনীবাসী এলাকার কতিপয় সমস্যার কথা তুলে ধরেন। ভারপ্রাপ্ত মেয়র বলেন নগরবাসীকে পরিপূর্ণ নাগরিক সেবা দেয়াই আমাদের মূল লক্ষ্য। এলাকার সমস্যাগুলি তিনি পর্যায়ক্রমে সমাধানের আশ্বাস দেন এবং উন্নয়ন কাজ বাস্তবায়নের ক্ষেত্রে নগরবাসীর সহযোগিতা কামনা করেন।
সমিতিরি সভাপতি মোঃ নজরুল ইসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র সংরক্ষিত আসনের কাউন্সিলর রাবেয়া ফাহিদ হাসনাহেনা, আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ মোখলেছুর রহমান, পিডব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ লিয়াকত হোসেন, এনটিভি-খুলনার প্রতিনিধি আবু তৈয়ব, বিশিষ্ট সাংবাদিক মোঃ শাহ আলম, মোঃ সোহরাব হোসেন, মাহমুদ হাসান সোহেল এবং বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী নাজমুল হুদা চৌধুরী সাগর। মানপত্র পাঠ করেন সমিতির উপদেষ্টা আনোয়ারুল হক স্বাধীন। অনুষ্ঠানে সমিতির সাধারণ সম্পাদক মোঃ নুরুজ্জামান ফরাজী, এস এম মাহমুদ আলী ন্নানু, বিপাশা ক্রীড়া চক্রের সভাপতি মোঃ রাকিবুল ইসলাম, সহ-সভাপতি মোঃ জাহাঙ্গীর হোসেন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মেয়র মোঃ আনিছুর রহমান বিশ্বাষ’কে ফুলের তোড়া ও ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।
(4)