দাকোপ প্রতিনিধিঃ দাকোপে সুতারখালী ইউনিয়নের ৬নং ওয়ার্ডে দক্ষিণ নলিয়ান আমীর আালী খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্হাপনের শুভ উদ্বোধন আজ ২৬ জানুয়ারী বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত হয়।
দক্ষিণ নলিয়ান আমীর আলী খান নূরানী ও হাফিজিয়া মাদ্রাসার নিজস্ব জায়গায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভিত্তিপ্রস্তার স্হাপন করেন দাকোপ উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান। বিশেষ অথিতি হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ প্রেসক্লাবের সাবেক সভাপতি শচীন্দ্র নাথ মন্ডল, সিনিয়র সাংবাদিক আবুল বাসার।
এসময় আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য শেখ জহির, নিমাই মন্ডল, শাহনাজ সানা, ইসাদুুল ঢালী, আবদুল রশিদ মোড়ল, শহিদ সানা, আবদুল মাজেদ সানা, রেজাউল ঢালী, শিক্ষক নজরুল ইসলাম ঢালী, ওবায়দুল্লাসহ এলাকার সুধীজন ও মুসল্লীবৃন্দ।
(0)