কয়রা(খুলনা)প্রতিনিধিঃ সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ২ জেলেকে আটক করেছে বন বিভাগ।
জানা গেছে, গত শনিবার বিকাল ৩ টার দিকে সুন্দরবনের খুলনা রেঞ্জের স্মার্ট টিম লিডার জহিরুল ইসলাম ও ভ্রমরখালী টহল ফাঁড়ির ওসি মোঃ মিজানুর রহমান খাঁনের নেতৃত্বে যৌর্থ অভিযান চালিয়ে পাটাকাটা খালের পুর্বের পাশে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মাছ ধরার অপরাধে ২ জেলেকে জাল নৌকা সহ আটক করা হয়।
আটককৃতরা হলেন কয়রা উপজেলার তেতুলতলার চর গ্রামের সিদ্দিক বিশ্বাস (৪৭) ও ইউছুফ ফকির (৩৭)। এদেরকে কয়রা উপজেলা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরন করা হয়েছে।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) মোঃ আবু সালেহ বলেন, এ ব্যাপারে বন আইনে মামলা দায়ের করা হয়েছে।
(0)