কয়রা (খুলনা) প্রতিনিধিঃ প্রবেশ নিষিদ্ধ সময়ে সুন্দরবনের নদীতে বিষ দিয়ে মাছ ধরার অভিযোগে ১০০ কেজি চিংড়ি জব্দ করেছে সাতক্ষীরা রেঞ্জের কোবাদক স্টেশনের বনরক্ষীরা।
এ সময় ১ টি নৌকাসহ অন্য সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (৩১ আগষ্ট) ভোর রাতে এ মাছ জব্দ করা হয়। চিংড়ি জব্দের সত্যতা নিশ্চিত করে কোবাদক স্টেশনের স্টেশন কর্মকর্তা মোবারক হোসেন বলেন, সুন্দরবন পশ্চিম বিভাগের সাতক্ষীরা রেঞ্জের কোবাদক অধীনস্থ আড়পাঙাশিয়া নদীতে অভিযান চালিয়ে ১০০ কেজি চিংড়ি সহ ১টি নৌকা জব্দ করা হয়েছে।
এ সময় ওই নৌকা থেকে ১ বোতল কীটনাশক ও নিষিদ্ধ জাল উদ্ধার করা হয়। তবে বন বিভাগের উপস্থিতি টের পেয়ে বিষ দিয়ে মাছ ধরার সাথে জড়িত জেলেরা গহীন সুন্দরবনে পালিয়ে যেতে সক্ষম হয়।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম কে এম ইকবাল হুসাইন চৌধুরী বলেন, এ ব্যাপারে বন আইনে ব্যবস্থা গ্রহন করা হয়েছে । জব্দকৃত চিংড়ি মাছ মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়েছে।
(11)