খোঁজ খবর নিয়ে জানা যায় নলিয়ান রেঞ্জের দায়িত্বরতরা সুন্দরবনে অবৈধভাবে পার্শ্বে মাছ শিকারের জন্য আশাশুনির চাকলা এলাকার মোকছেদুল-এর ট্রলার আটক করে।
পরে স্থানীয় জনৈক দালালের মাধ্যমে ৬৫ হাজার টাকার চুক্তিতে দফারফা করতে চায়। বিষয়টি জানাজানি হয়ে গেলে স্থানীয় সাংবাদিকরা প্রথম নলিয়ানের এস.ও আঃ রবের কাছে বিষয়টি জানতে চাইলে সম্পূর্ণ অস্বীকার করে। পরে এসি.এফ সোহেব খানের কাছে জানতে চাইলে তিনিও জানান এ ধরণের কোন কিছুই জানে না।
পরে আবার এস.ও রবের কাছে জানতে চাইলে বেলা ৪টার দিকে জানায় ট্রলার আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।
এমনি নাটক চলে সারা দিন।
-শচীন্দ্রনাথ মন্ডল, দাকোপ, খুলনা
(4)