খানজাহান আলী থানা প্রতিনিধিঃ সুবর্ণজয়ন্তী ও মুজিব জন্মশতবার্ষিকী উপলক্ষে ১২নং রংপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ডোঙা বাইচ প্রতিযোগিতা(পুরুষ ও মহিলা) গতকাল শুক্রবার বেলা দেড়টায় ইউনিয়নের কাটাখালীতে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথি হিসাবে যোগদেয় খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্জ শেখ হারুনুর রশিদ। ডোঙা বাইচ প্রতিযোগিতার উদ্বোধন করেন ডুমুরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহম্মেদ।
১২নং রংপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সমরেশ মন্ডলের সভাপতিত্বে এবং যুবলীগ নেতা প্রেম কুমার বৈরাগীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল ওয়াদুদ, খুলনা জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, আড়ংঘাটা থানার অফিসার্স ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন, দিঘলিয়ার ৫নং আড়ংঘাটা ই্উনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম ফরিদ আক্তার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক বাবু সুরঞ্জন সুতার, শোভনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরঞ্জিত কুমার বৈদ্য, ডুমুরিয়ার ৮নং শরাফপুর ইউনিয়নের চেয়ারম্যান শেখ রবিউল ইসলাম, ১৩নং গুটুদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তুহিনুল ইসলাম, ২নং রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনোজিত বালা, ৩নং জামিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম সরদার, ১২নং রংপুর ইউপি সদস্য রমেশ বৈরাগী, সঞ্জয় মল্লিক, মিলন হালদার, সুভাষ সরকার, অসীম মন্ডল, সুজিত মৈত্র, তরুণ সরকার, বিপুল মহলদার, রব্বানী, সংরক্ষিত মহিলা সদস্য মাধুরী মল্লিক, সুছন্দা মন্ডল, পারভীন আক্তার, ১২নং রংপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৌমিত্র বিশ্বাস।
বক্তৃতা করেন শিবপদ জোদ্দার, আশিষ কবিরাজ, অনুরাধা বালাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ। পুরুষ ও মহিলাদের দুটি গ্রুপের ডোঙা বাইচ প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।
(4)