রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাস, বাংলাদেশ-এর আর্থিক সহযোগিতায় ,স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তত্ত্বাবধানে সুশীলনের পরিচালনায় নিরাপদ ২ যৌন ও প্রজনন স্বাস্থ্য এবং অধিকার মাসিক নিয়মিত করণ ও পরিবার পরিকল্পনা পদ্ধতি নির্বাচনে নারীর ক্ষমাতয়ন প্রকল্পের আওতায় মহিলা সহায়ক দলের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষন শুরু হয়েছে।
বুধবার সকালে ফুলতলা দামোদর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্র ভবনে দামোদর ও আটরা গিলাতলা ইউনিয়নের ২০ জন মহিলা সহায়ক দলের সদস্যদের সমন্বয় দিন ব্যাপি নারী নির্যাতন, বাল্য বিবাহ, পরিবার পরিকল্পনা পদ্ধতি, এমআর ,এমআরএম, স্বাস্থ্য অধিকার, যৌন ও প্রজনন স্বাস্থ্য নিরাপদ মাতৃত্ব সহ বিভিন্ন বিষয় প্রশিক্ষন প্রদান করা হয়।
উক্ত প্রশিক্ষনের উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর, খুলনা জনাব ব্রজো গোপাল ভৌমিক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপ-পরিচালক, জেলা পরিবার পরিকল্পনা, খুলনা জনাব গুরু প্রসাদ ঘোষ ও চেয়ারম্যান, দামোদর ইউনিয়ন, ফুলতলা জনাব শরীফ মোহাম্মদ ভুইঞা এবং সুশীলনের প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুর রহিম, নিরাপদ ২ প্রকল্প। প্রশিক্ষনটি পরিচালনা করেন সুশীলন’র মাফিয়া আফরীন প্রকল্প সমন্বয়কারী নিরাপদ ২ প্রকল্প।
এই প্রশিক্ষটি পর্যায়ক্রমে উপজেলার চারটি ইউনিয়নে বাস্তবায়িত হবে।
-আব্দুল লতিফ মোড়ল, ডুমুরিয়া, খুলনা
(3)