নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ইংল্যান্ডকে ১৪ রানে হারায় বাংলাদেশ। তবে, দ্বিতীয় ম্যাচে ডাকওয়ার্থ লুইস মেথডে পাকিস্তানের কাছে ২০ রানে হেরে যায় আলম খানের দল। আফগানিস্তানের বিপক্ষে এই ম্যাচ তাই স্বাগতিকদের জন্য বেশ গুরুত্বপূর্ণ। টুর্নামেন্টে এখন পর্যন্ত জয়ের দেখা পায়নি দুর্বল আফগানিস্তান। প্রথম ম্যাচে পাকিস্তান আর দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে হেরে যায় তারা। এদিকে, বিকেএসপির চার নম্বর মাঠে সোমবার সকাল ১১টায় পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে ভারত।
(0)