সবার মাঝেই উদ্যোমের ছাপ সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শুক্রবার ও শনিবার সকাল-বিকাল দুই বেলা দেখা যায় শিশু-কিশোরদের এমন অনুশীলন।
জাতীয় দলের ক্রিকেটার সৌম্য ও মুস্তাফিজও এক সময় প্রশিক্ষণ নিয়েছেন এই মাঠে। তাদের সাফল্য এখন এই উঠতি খেলোয়াড়দের অনুপ্রেরণা। সুন্দরবন ক্রিকেট একাডেমির কোচ আলতাফ হোসেনের কাছে ক্রিকেটের তালিম নিতে ছুটির দিনে দূর-দূরান্ত থেকে হাজির হয় তারা।
এই মাঠ থেকেই আরও প্রতিভা উঠে আসবে সেই বিশ্বাস নিয়েই এগিয়ে চলেছেন সুন্দরবন ক্রিকেট একাডেমির কোচ।
মুস্তাফিজ প্রশিক্ষণ নিয়েছিলেন সাতক্ষীরা ক্রিকেট একাডেমিতেও। এখন সেখানে ক্রিকেট চর্চা করছে প্রায় আড়াইশো শিশু-কিশোর। এদের ঘষে-মেজে জাতীয় মানের ক্রিকেটার তৈরিতে দারুণ ব্যস্ত একাডেমির কোচ।
এরইমধ্যে সাতক্ষীরা থেকে কয়েকজন তরুণ বয়স ভিত্তিক জাতীয় পর্যায়ে খেলার সুযোগ পেয়েছে। সুন্দরবন ও সাতক্ষীরা ক্রিকেট একাডেমির কোচেরা জানিয়েছেন, আগ্রহী তরুণদের আগামীতে আরও বেশি হারে এই ধারায় সম্পৃক্ত করতে চান তারা।
(2)