এবার চট্টগ্রামে অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে ৩ তলা ভবন থেকে ফেলে দিয়েছে এক বখাটে। গত বুধবার নগরীর মোমেনবাগ আবাসিক এলাকায় এঘটনা ঘটে।
গুরুতর আহত ওই ছাত্রী এখন চিকিৎসাধীন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। ঘটনার দিনই পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করলেও এখন নির্যাতিত ছাত্রীর পরিবারকে দেয়া হচ্ছে হুমকি।
ঘটনাটি ঘটে গত ১৪ অক্টোবর সকালে। অভিযোগ উঠেছে, মোমেনবাগ আবাসিক এলাকায় শিক্ষকের কাছে প্রাইভেট পড়তে গেলে এই ভবন থেকেই তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় মোহাম্মদ আবিদ নামে বখাটে এক যুবক। এতে ভেঙ্গে গেছে তার মেরুদন্ডের হাড়।
মায়ের অভিযোগ, আবিদ গত ছয় মাস ধরে তার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল স্কুল যাওয়া আসার পথে। মেয়ের এমন অবস্থায় তার শিক্ষা জীবন নিয়ে শংকায় মা।
ঘটনার পর নগরীর পাঁচলাইশ থানায় মামলা করে মেয়েটির পরিবার। সেদিন রাতে পুলিশ গ্রেপ্তার করে অভিযুক্ত আবিদকে। তবে সে গ্রেপ্তার হলেও স্বস্তিতে নেই নির্যাতিত ছাত্রীর পরিবার। এখনো হুমকি দেয়া হচ্ছে তার ভাইকে। তবে এ ব্যাপারে পুলিশের কোন বক্তব্য পাওয়া যায়নি।
এবছর জেএসসি পরীক্ষা দেয়ার কথা ছিল মেয়েটির। তবে এখন সব কিছুই অনিশ্চিত। তবুও তার আকুতি, পরীক্ষায় অংশ নিতে সুযোগ করে দেয়ার। সেইসাথে দাবি, তারওপর নির্যাতনকারীর দৃষ্টান্তমূলক শাস্তি।
(2)